চিকিৎসকদের জন্যঃ লেখুন

চিকিতসকদের জনঃ লেখুন

উদ্দেশ্য কি? বা কেন লিখবেন?

দেশে তথ্যনির্ভর, নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধের অভাব আছে।  ফলে, দেশের মানুষ বিভিন্ন রকম ভুয়া ফেসবুক পেজ আর ওয়েবসাইটের উপর নির্ভর করে। এর ফলে তারা অনেক ক্ষেত্রেই প্রতারণার শিকার হয় এবং শারীরিক ক্ষতির শিকার হয়। আমরা চাই এই ওয়েবসাইটে এমন লেখা থাকবে যেন মানুষ বাংলায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ পড়বে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়বে। এবং নির্ভরযোগ্য লেখা শুধুমাত্র বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলে নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকেই আসতে পারে।

Physicians should write more
রোগ সম্পর্কে লেখার জন্য চিকিৎসকরাই উপযুক্ত।

চিকিৎসকদের কি সুবিধা হবে?

ব্যস্ত চিকিৎসকদের প্রত্যেক রোগীকে বা তার আত্বীয়স্বজনদের রোগ সম্পর্কে বিস্তারিত বলার সময় অনেক ক্ষেত্রে মিলে না। বিশেষ করে যে সকল চিকিৎসক সরকারী হাসপাতালে রোগী দেখে থাকেন।  রোগ সম্পর্কে বিস্তারিত লিখে রাখলে এবং রোগী/রোগীর লোকদের জানানো হলে তারা এই ওয়েবসাইট থেকে বিস্তারিত পড়তে পারবে। রোগীকে শুধু বলে দিতে হবে কোথায় প্রবন্ধতি আছে। 

প্রত্যেক লেখার পাশে লেখকের পরিচিতি থাকবে। ভালো লেখা তার পরিচিতও বাড়াবে। ফলে বিজ্ঞাপনের জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কমে আসবে। এবং সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিতি বাড়বে। যেটা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে করা সম্ভব না।

 

make a connection to your patients

কি নিয়ে লিখবেন?

আপনার পছন্দের বিষয় নিয়ে লিখবেন। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যেন প্রদান করা তথ্য সঠিক হয়, দেশের কোন আইনের কোন ব্যতয় না ঘটে। 

সাধারণত, হাসপাতালে বা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার সময় যে সমস্যাগুলো রোগীরা বেশি নিয়ে আসে বা যা বিস্তারিতভাবে একবার বুঝালে যথেষ্ট হয় না এমন বিষয় নিয়ে লেখাকে আমরা পছন্দ করি।

এ কারণে বিষয়ভিত্তিক লেখাকে আমরা উৎসাহিত করছি। আপনি যদি একজন হৃদরোগ বিশেষজ্ঞ হন তাহলে সে বিষয়েই আপনার লেখা উচিত।

কিভাবে লিখবেন?

নিচে প্রদত্ত ফর্মের মাধ্যমে আমাদের সংগে যোগাযোগ করুন। আমরা আপনার সংগে যোগাযোগ করে বিস্তারিত জানাব। শুধু এটুকু জানিয়ে রাখি যদি আপনার লেখার বিষয় সম্পর্কে জ্ঞান থাকে তাহলে বাকীটুকু আমাদের দায়িত্ব। its simple.