

ডা. ফাহিম আহমাদ বর্তমানে জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স) হিসেবে নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত আছেন। এর পূর্বে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অধীনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হতে এমডি (শিশু) ডিগ্রী অর্জন করেছেন। শিশুস্বাস্থ্য (Paediatrics) ও নবজাতকস্বাস্থ্য (Neonatology) বিষয়ে সুদীর্ঘ ৭ বছর প্রশিক্ষন গ্রহণ করেছেন। বর্তমানে তিনি নবীনগর-এ আহমেদ হাসপাতাল লিঃ-এ রবিবার থেকে বুধবার দুপুর ২টা৩০মি থেকে রাত ৮টা পর্যন্ত প্র্যাকটিস করছেন।
ডা. ফাহিম আহমাদ এই ওয়েবসাইটে বেশ কিছু লেখা লিখেছেন। বেশিরভাগই শিশু ও নবজাতকের স্বাস্থ্য সম্পর্কিত।
ডাঃ ফাহিম আহমাদএর কয়েকটি গুরুত্বপূর্ণ লেখাঃ
শিশুকে মায়ের দুধ কিভাবে খাওয়াবেন?
শিশুর পাতলা পায়খানা বা ডায়রিয়াঃ কি করবেন?
সময়োপযোগী, সুষম খাবারঃ শিশুর বৃদ্ধির প্রথম শর্ত
মায়ের বুকের দুধ কম হওয়ার কারণ ও বৃদ্ধির উপায়